চন্দ্রযান ৩: অপেক্ষায় গোটা দেশ, মন্দিরে উপচে পড়ছে ভিড়, চলছে পুজো

আজ প্রত্যেক ভারতীয় চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের অপেক্ষায় রয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) মঙ্গলবার এক আপডেটে জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশন নির্ধারিত সময়ে চাঁদের মাটিতে ঐতিহাসিক পদক্ষেপ নেবে।

author-image
SWETA MITRA
New Update
chandra puja.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩ (Chandrayaan)-এর চাঁদে সফল অবতরণের জন্য গোটা দেশজুড়ে মানুষ প্রার্থনা করছেন।আজ বুধবার চন্দ্রযান--এরসফলঅবতরণেরজন্যবিশেষপ্রার্থনাকরতেবিপুলসংখ্যকভক্ত মধ্যপ্রদেশের ছাতারপুরেরবাগেশ্বরধামেপৌঁছেছেন।রাজীবশর্মানামেএকভক্তবলেন, "হাজারহাজারভক্তএখানেপ্রার্থনাকরতেএসেছেন।“ অন্যদিকে মায়াঙ্কসাহুনামেআরেকভক্তবলেন, 'চন্দ্রযানেরসাফল্যেরজন্যএখানেবিশেষপ্রার্থনাকরাহয়েছে।‘