কীভাবে প্ল্যাস্টিকের দূষণ থেকে মুক্তি মিলবে! উপায় দিলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা প্ল্যাস্টিক পুনরায় ব্যবহার করার জন্য অভিনব উপায় বের করেছেন। ২৪ ঘণ্টায় কাপড় কাচার ডিটারজেন্টের সাহায্যে প্ল্যাস্টিককে পুনরায় ব্যবহার করা হয়।

New Update
plastic pollution .jpg

নিজস্ব সংবাদদাতা : পৃথিবীতে বর্তমানে দূষণের সব থেকে বড় কারণ প্ল্যাস্টিক। প্লাস্টিককে কীভাবে পুনর্ব্যবহারযোগ্য করা যায়, সেই নিয়ে শুরু হয়েছিল বিজ্ঞানীদের গবেষণা। শেষ পর্যন্ত পাওয়া গেল উপায়। মাত্র ২৪ ঘণ্টায় কাপড় কাচার ডিটারজেন্টের সাহায্যে প্ল্যাস্টিককে পুনরায় ব্যবহার করা হয়। ফিজিকাল সায়েন্স জার্নালে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছেন।