ফিলিপাইনে টাইফুন ‘কালমেগি’-র তাণ্ডব — অন্তত ৪০ জনের মৃত্যু, লাখো মানুষ গৃহহীন

সেবু দ্বীপের বহু শহর জলমগ্ন, গাড়ি থেকে শুরু করে কনটেইনার পর্যন্ত ভেসে যাচ্ছে বন্যার স্রোতে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
typhoon flooding in Philippines

নিজস্ব সংবাদদাতা: ফিলিপাইনে ভয়াবহ টাইফুন ‘কালমেগি’-র আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণ ও বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত হয়েছেন।

সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা গেছে সেবু দ্বীপে, যেখানে সম্পূর্ণ শহর ও গ্রাম বন্যার জলে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের মতে, প্রচণ্ড গতিতে প্রবাহিত জলে গাড়ি, ট্রাক এমনকি শিপিং কনটেইনার পর্যন্ত ভেসে যেতে দেখা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, তবে অবিরাম বৃষ্টি ও জলবদ্ধতার কারণে বহু এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

আবহাওয়া দফতর সতর্ক করেছে, টাইফুনটির প্রভাবে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাত হতে পারে, যা ভূমিধস ও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করছে।

সরকার ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকায় সেনা, কোস্টগার্ড ও উদ্ধারকর্মীদের মোতায়েন করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলিও ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।