New Update
/anm-bengali/media/media_files/rpPEHs8DCaNSdjzBPMeX.jpg)
যমরাজ
নিজস্ব সংবাদদাতা : বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী পালন করা ছাড়াও করা হয়ে থাকে যমরাজের পুজো। মূলত অকাল মৃত্যু ভয় দূর করতেই তুষ্ট করা হয়ে থাকে তাকে। তার জন্য করা হয় উপবাসও। নিয়ম মেনে যমরাজের পুজো করার পর কলসি, ভাড়, পাখা, ছাতা, ঘি, তরমুজ, শসা, চিনি, শাক, নুন ইত্যাদি গরমে উপযোগী জিনিস দান করলে আগামী জন্মে এর সুফল মেলে বলে মনে করা হয়। যমদূতের ভয় থেকে মুক্তি পেতে প্রতিদিন সূর্য মন্ত্র জপ করুন।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us