Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/uxZeHKSvz3EHmqyXG97l.jpg)
বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ
নিজস্ব সংবাদদাতা : আগামী ৫ মে বুদ্ধ পূর্ণিমা। পবিত্র এই দিনে বৌদ্ধ মন্দিরগুলিতে যেমন দিন রাত উপাসনা চলে, তেমনি বাড়িতে বাড়িতে হয় নারায়ণের পুজো। অনেকেই পুজো পাঠের আয়োজন করে থাকেন বাড়িতে। মন্দিরগুলিতেও পূর্ণিমা তিথি উপলক্ষ্যে আয়োজিত হয় বিশেষ পূজা অর্চনা। ৪ মে রাত ১১টা ৪০-এ শুরু হবে পূর্ণিমা তিথি। ৫ মে রাত ১১টা ১০ পর্যন্ত থাকবে। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণও ঘটতে চলেছে এ দিনই।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us