New Update
/anm-bengali/media/media_files/5s8gj4kqzZZpIfV9pObY.jpg)
নিজস্ব সংবাদদাতা: আসামের কৃষ্ণাই থানার একটি দলের সাথে যৌথ অভিযানে গোয়ালপাড়া জেলা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়াও একটি যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং জেলটিন ডেটোনেটর উদ্ধার হয়েছে। পুলিশ বাস থেকে ১১৬২ টি জেলটিন এবং ৯৯৮ টি ডেটোনেটর উদ্ধার করেছে। বাসটি মেঘালয় থেকে আসছিল। আরও তদন্ত চলছে।