/anm-bengali/media/media_files/sdYHX1fWcV6ZyCVKdW6W.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গত ১৫ই এপ্রিল থেকে সুদানে চলছে ভয়াবহ সংঘাত। এই সংঘাতের জেরে সোমবারই সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দেন গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান থেকে ভারতীয়দের সরিয়ে আনার সিদ্ধান্তের কথা। প্রথম পর্যায়ের উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। রাজধানী খার্তুমে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানায় যে যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য তাদের 'অপারেশন কাবেরী' চলছে এবং প্রায় ৫০০ ভারতীয় সুদানের বন্দরে পৌঁছেছে। এবার বৃহস্পতিবার সুদান নিয়ে মুখ খুললেন বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। বিদেশ সচিব বলেন ,'সুদানে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রায় ৩৫০০ ভারতীয় ছাড়াও ১০০০জন ভারতীয় বংশোদ্ভূত আটকে রয়েছে। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'
We are constantly monitoring the situation in Sudan since the conflict began on April 15. Our estimate is that there are approximately 3500 Indians & 1000 PIOs in Sudan: Foreign Secretary Vinay Mohan Kwatra pic.twitter.com/UP5VkyZDZs
— ANI (@ANI) April 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us