একদিনের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ভারতীয় নারী তারকাদের সাফল্য — স্মৃতি মন্ধানা দ্বিতীয়, জেমিমাহ দশম

বলিংয়ে দীপ্তি শর্মা পঞ্চম স্থানে, অলরাউন্ডার তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
2025-11-02T200947Z_458457433_UP1ELB21JDX2F_RTRMADP_3_CRICKET-WOMENS-WORLD-CUP-IND-RSA-1762150972

File Picture

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক নারী একদিনের ক্রিকেটে (ODI) ভারতীয় ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি অফিসিয়াল র‍্যাঙ্কিংয়ে।

স্মৃতি মন্ধানা ব্যাটিং বিভাগে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তাঁর সতীর্থ জেমিমাহ রদ্রিগেস অবস্থান করছেন দশম স্থানে। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের ফলে তাঁরা দু’জনই ভারতের ব্যাটিং শক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

অন্যদিকে, দীপ্তি শর্মা র‍্যাঙ্কিংয়ে জোড়া সাফল্য অর্জন করেছেন। তিনি বলিং বিভাগে পঞ্চম এবং অলরাউন্ডার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর এই পারফরম্যান্স ভারতের নারী দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই সাফল্যকে নারী ক্রিকেটের জন্য “অত্যন্ত গর্বের মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছে।