/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট। পরীক্ষার ৫৭ দিন পর ফল প্রকাশ করা হলো। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। আজই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকে প্রথম ১০ জনের মেধাতালিকা। মার্কশিট পাওয়া যাবে ৩১ মে। এবার প্রথম মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে।