নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের দাবি দুই বিজেপি বিধায়কের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের দাবি দুই বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতাঃ পদ্মে ‘বিদ্রোহ’ অস্বস্তি অব্যাহত। দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করে নেতৃত্বকে বার্তা দিয়েছেন একের পর এক নেতা। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার আবেদন জানালেন বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, নিজেদের ব্যক্তিগত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের আবেদন জানিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক। এই দুই বিধায়কের মধ্যে রয়েছে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ও ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধাড়ার নাম। অমরনাথ শাখা দুই বিধায়কের চিঠি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। যদিও ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধাড়া স্পষ্টতই জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের ব্যাপারে কোনও চিঠি দেননি। নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের বিষয়টিকে ব্যক্তিগত বলে দাবি করলেও তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ওন্দার বিধায়ক। তৃণমূলের কটাক্ষ, দল ছাড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন বিজেপি বিধায়করা।