New Update
/anm-bengali/media/post_banners/131VOZbXsgbd6T4vJnpo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি হাইপ্রোফাইল রেভ পার্টির কথা প্রকাশ্যে আসে। গ্রেফতার করা হয় মুম্বই থেকে গোয়াগামী একটি জাহাজ থেকে শাহরুখ পুত্রকে গ্রেফতার করে এনসিবি। এরই মাঝে এনসিবি নেতা নওয়াব মালিকের মন্তব্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'বিলাসবহুল ক্রুজ লাইনারে এনসিবির অভিযান "নকল" ছিল। প্রকাশিত সমস্ত ছবি এনসিবি অফিসে আগে তোলা ছিল। এনসিবির উদ্দেশ্য ছিল এই মামলায় গ্রেপ্তারকৃতদের "ফাঁসানো"।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us