ইরানের ড্রোন মজুত করা হচ্ছে বেলারুশে

author-image
Harmeet
New Update
ইরানের ড্রোন মজুত করা হচ্ছে বেলারুশে

নিজস্ব সংবাদদাতাঃ ইরান রাশিয়ার জন্য যে অস্ত্রগুলো পাঠাচ্ছে সেগুলো মজুত করা হচ্ছে বেলারুশে, এমন দাবি করে ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, এটি কিয়েভের জন্য বড় একটা সমস্যা। ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার জন্য রাশিয়াকে সহায়তা ড্রোনসহ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান, এ নিয়ে জোরালো দাবি করছে পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে মস্কো-তেহরান প্রত্যাখ্যান করলেও মনে গলেনি পশ্চিমাদের। রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, তাদের রকেট ফুরিয়ে যাচ্ছে যে এটা নিশ্চিত। আজকে রাশিয়ান নৌবহর তাদের ঘাঁটি ছেড়ে যায়নি যেখান থেকে আমাদের (ইউক্রেনের) দিকে রকেট হামলা চালায়। ইরানের ড্রোন এটাই বড় সমস্যা। এগুলো খুবই সস্তা, হামলার সময় ঝাঁক হয়ে আসে, মোকাবিলা করা কঠিন। এমন পরিস্থিতিতে ইরানের ওপর রাজনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে তারা (ইরান) হাজার হাজার সরবরাহ করেছে। তার মধ্যে কিছু ইউক্রেনের একেবারে কাছাকাছি বেলারুশে সংরক্ষণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, এসব কিয়েভের কাছাকাছি রাখা হয়েছে।