New Update
/anm-bengali/media/post_banners/CfxYeo6yyA6igHtJJIfI.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার মেদান্ত হাসপাতালে প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। এবার তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তিনি বলেন, "শ্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। একটি সাধারণ পরিবেশ থেকে আসা মুলায়ম সিং যাদব জির কৃতিত্বগুলি ছিল অসাধারণ। 'ধরতি পুত্র' মুলায়ম জি জমির সাথে যুক্ত একজন প্রবীণ নেতা ছিলেন। তিনি সব দলের মানুষের কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন। তার পরিবার ও সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা"।