New Update
/anm-bengali/media/post_banners/OYVusW8eearsuv6ytTbb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার এক নরখাদক বাঘকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হল বিহারে। জানা গিয়েছে, পশ্চিম চম্পারণের বাগাহায় ৯ জন নিহত 'ম্যান-ইটিং' বাঘকে হত্যা করার আদেশ জারি করা হয়েছে। ডিএফও-র তরফে জানানো হয়েছে, 'একটি বাঘকে হত্যা করার আদেশ প্রক্রিয়া অনুযায়ী জারি করা হয় যখন এটি প্রতিষ্ঠিত হয় যে বাঘ মানুষের বাসস্থানে বাস করতে অভ্যস্ত। গত তিন দিনে বাঘের আক্রমণে ৪ জনের মৃত্যু হয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us