New Update
/anm-bengali/media/post_banners/oDFROPEAJ0hthdKhlga1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু ফুটবল ক্লাব । ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন সিন্দেশ ঝিঙ্গান।
One last time in this tournament tonight, and we're going to approach it just like we did when we began a month ago - together, as one big blue family. What we will guarantee is putting our hearts and souls behind every moment on the pitch. #ComeOnBFCpic.twitter.com/oOTsB28YYm
— Sandesh Jhingan (@SandeshJhingan) September 18, 2022
তিনি বলেছেন, "আজ রাতে এই টুর্নামেন্টে শেষবারের মতো, আমরা এক মাস আগে যখন শুরু করেছিলাম ঠিক তেমনই আরও একবার। একটা পরিবার হিসেবে পথ চলা শুরু করেছিলাম আমরা। আমরা যা গ্যারান্টি দেব তা হল আমাদের সবটুকু ম্যাচে নিংড়ে দেবো।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us