New Update
/anm-bengali/media/post_banners/nWoALSkpXlEojXIvrEIx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চেলসি ছেড়ে অন্য দলে যাওয়া হচ্ছে না ট্রেভোহ চালোবাহর। আপাতত দ্যা ব্লুজের সদস্য হিসেবেই তিনি থাকছেন। সম্ভাব্য লোনের ব্যাপারে ইন্টার মিলান, এসি মিলান এবং আরবি লাইপজিগের সঙ্গে আলোচনার অনেকটা এগিয়েছিল বলে মনে করা হচ্ছে। চেলসির পক্ষ থেকে দল বদলের এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি বদলাবে না বলেই অনুমান।
#Chelsea have not lost a match in which Trevoh Chalobah has started <14W, 4D>.
Happy to see him staying, Blues? pic.twitter.com/tjE8lCl1eD— Absolute Chelsea (@AbsoluteChelsea) August 27, 2022