New Update
/anm-bengali/media/post_banners/BAWpRzCcGDqG15N1sQv5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিনের বিরতির পর ফের বাংলা তথা কলকাতায় এসেছেন বাংলার ''মহাগুরু'' মিঠুন চক্রবর্তী। কলকাতায় আসার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রসঙ্গত, এই জল্পনার মাঝেই খাদ্যরসিক মিথুন বিউলির ডাল, পোস্ত, ইলিশ মাছ দিয়ে সারেন তার মধ্যাহ্নভোজন। অনেকদিন পর কলকাতায় এসে বাঙালি খাবারের স্বাদগ্রহণ করে তৃপ্ত তিনি। যদিও জানা গেছে যে, মূলত পরবর্তী সিনেমার শ্যুটিং এর জন্যই তার হঠাৎ কলকাতায় আগমন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us