মা হলেন পরিণীতি! বোনের মাতৃত্বে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া

জল্পনা ছিল, পরিণীতি ও প্রিয়াঙ্কার মধ্যে নাকি সম্পর্ক তেমন মধুর নয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Raghav-Chadha-Parineeti-Chopra-scaled

File Picture

নিজস্ব সংবাদদাতা: বলিউডে ফের আনন্দের হাওয়া। মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীপাবলির আগেই খুশির আলোয় আলোকিত হয়েছে পরিণীতি ও রাঘব চাড্ডার সংসার। আর সেই আনন্দে যোগ দিলেন তাঁর তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও। সোশ্যাল মিডিয়ায় পরিণীতিকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কার বার্তা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

দীর্ঘদিন ধরে জল্পনা ছিল, পরিণীতি ও প্রিয়াঙ্কার মধ্যে নাকি সম্পর্ক তেমন মধুর নয়। পরিণীতির বিয়েতে উপস্থিত না থাকায় সেই জল্পনা আরও ঘনীভূত হয়। তবে বোনের মাতৃত্বে আনন্দিত প্রিয়াঙ্কা সব জল্পনায় জল ঢাললেন।

ইনস্টাগ্রামে পরিণীতির উদ্দেশে তিনি লেখেন, “যাক, অবশেষে মালতী খেলার সঙ্গী পেল! পরী, তুমি খুব ভালো থেকো”। চলতি বছরের অগাস্টে ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি শেয়ার করেছিলেন পরিণীতি। কেকের উপর লেখা ছিল, “1 + 1 = 3”, সঙ্গে ক্যাপশন — *“আমাদের ছোট্ট জগৎ, আসছে, আশীর্বাদ করবেন”। এই পোস্টের মাধ্যমেই তিনি প্রথম জানান, পরিবারে আসছে নতুন সদস্য।

২০২৩ সালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। বিয়ের পর থেকে তাঁরা দিল্লিতে স্থায়ী হয়েছেন। সংসার এখন আরও পরিপূর্ণ — মা-বাবা হলেন তাঁরা।