world cup final

vivek edit.jpg
বিশ্বকাপ দেখতে ছেলেকে নিয়ে আহমেদাবাদে পৌঁছলেন অভিনেতা বিবেক ওবেরয়। তিনি বলেন, আমার কাছে দুটো শব্দ আছে, 'ভারত জিতবে, আমরা জিতব।' ছেলেকে স্টেডিয়ামের প্রাণশক্তি অনুভব করানোর জন্য নিয়ে এসেছেন বলে তিনি জানান।