New Update
/anm-bengali/media/media_files/A6UnSkS5v516MlJvtUbm.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই আহমোদাবাদে বিশ্বকাপের ফাইনাল। দেশ জুড়ে ভারতীয় ক্রিকেট দলের কাছে শুভেচ্ছা বার্তা আসছে। তার সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ওপর প্রত্যাশার চাপ বাড়ছে। ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন হার্দিক পান্ডিয়া। তিনি একটি ভিডিও বার্তায় ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বলেন, রবিবারের বিশ্বকাপ ভারত জিতবে বলে তিনি আশাবাদী।
Hardik Pandya wishing team India best of luck for Final...!!! 🇮🇳 pic.twitter.com/DKrZxCh2iY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us