নিজস্ব সংবাদদাতা: রোহিত শর্মা, গোটা টুর্নামেন্টে তিনি অপারিজত। বার বার প্রমাণ করেছেন, চাপের মুখে কীভাবে ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতে তিনি সফল। বার বার রোহিত শর্মা ক্রিকেট কেরিয়ারের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রতিক্ষেত্রে নিজেকে সফল প্রমাণিত করেছেন। কিন্তু তাঁর জীবনের টার্নিং পয়েন্ট ২০১১ সালের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া বলে মনে করেন রোহিতের শৈশবের কোচ দীনেশ লাড।
১২ বছর বয়সে রোহিত শর্মার বাবা টাকা ধার করে তাঁকে বোরিভেলির ক্রিকেট ক্যাম্পে পাঠিয়েছিলেন। সেই সময় দাদু-ঠাকুমা ও কাকুর সঙ্গে থাকতেন রোহিত। সেই ক্যাম্পেই কোচিং দিতেন দীনেশ লাড। তিনি রোহিতের অফস্পিন থেকে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই সময় রোহিতের কাকু রবির সঙ্গে তিনি কথা বলেন। রবিকে তিনি বলেন, রোহিতকে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তিনি নিজেই সমস্ত ব্যবস্থা করেন। এমনকী, রোহিতের ফি ছাড়েও ব্যবস্থা করেন। খুব তাড়াতাড়ি স্কুলের ম্যানেজমেন্টের চোখে পড়েন রোহিত। এর সঙ্গে সঙ্গে স্থানীয় ক্রিকেট কমিউনিটির মিস্টার ডিপেন্ডডেবল হয়ে ওঠেন তিনি। সেই সময় রোহিত মূলত অফস্পিন করতেন। একদিন লাড ক্যাম্পে আসতে দেরি করেন। তিনি এসে দেখেন, রোহিত ক্রিকেট প্রাকটিস করছে। সেদিন রোহিতকে ব্যাট করতে দেখে লাডের বুঝতে বাকি থাকে না, রোহিত ব্যাটিংয়ে নিজেকে কতটা এগিয়ে নিয়ে যাবে। লাড রোহিতকে সামনে রেখে মুম্বইয়ের ক্রিকেট বন্ধুদের বোঝান, বান্দ্রার বাইরেও ক্রিকেটের প্রতিভা ছড়িয়ে থাকতে পারে।
২০১৯ সালে যখন বিশ্বকাপের জন্য বিরাট দলের সঙ্গে পাড়ি দিয়েছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন লাড। তিনি সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, তাঁর বিশ্বাস ট্রফি হাতে ফিরবে। তাঁর বিশ্বাস আংশিকভাবে সত্যি হয়। ট্রফি হাতে তো রোহিত শর্মা ফিরেছিলেন। কিন্তু সেরা হিটম্যানের ট্রফি। বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হয়ে গিয়েছিল। এবার সেই রোহিত শর্মার নেতৃত্বে ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছেন। রোহিতের ওপর এখন শুধু লাডের প্রত্যাশা নেই, সমস্ত দেশবাসীক প্রত্যাশা। তাঁর কাঁধে ভর করেই দেশবাসী আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন।
লাড সব সময় বলেন, ২০১১ সালে দল থেকে বাদ পড়া রোহিতের ক্রিকেটের কেরিয়ারে টার্নিং পয়েন্ট। বর্তমানে রোহিত শর্মা শুধু হিটম্যান নন, একজন সফল অধিনায়ক। সাদা বলের ক্রিকেট দুনিয়ায় তিনি অপ্রতিরোধ্য। ২০২০ সালে রোহিত শর্মা খেলরত্ন সম্মান পান। শিষ্যের সম্মানের সঙ্গে সঙ্গে সম্মান পান রোহিত শর্মার শৈশবের কোচ দীনেশ লাড। তিনি দ্রোনাচর্য সম্মান পান।