/anm-bengali/media/media_files/awJmhdO9fnDfavPPHhla.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রতিবার বিশ্বকাপের ফাইনালের ঠিক আগে দুই দেশের অধিনায়কদের নিয়ে ফটো সেশন করে আইসিসি। ব্যতিক্রম হয়নি চলতি বছরও। শনিবারই আহমেদাবাদে পৌঁছান অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের সদস্যরা। তারপরেই অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে ভারতীয় অধিনায়কের ফটো সেশন করে আইসিসি। ইতিমধ্যে আইসিসির তরফে সেই ছবি প্রকাশ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/ssTquByG0mA4FLt1XySp.jpg)
নেটিজেনরা গত তিনবারের বিশ্বকাপের ফাইনালে খেলা দুই দেশের অধিনায়কদের ফটো সেশনের সঙ্গে মিলিয়ে দাবি করেছেন, এবারের বিশ্বকাপ ভারত জিতবে। নেটিজেনরা জানিয়েছেন, আগের তিনবারের বিশ্বকাপে ফাইনালের আগে আইসিসির ফটোসেশনে যে দলের অধিনায়ক বাঁদিকে দাঁড়িয়েছে, সেই দলই বিশ্বকাপ জিতেছে। চলতি বছরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বাঁদিকে দাঁড়াতে দেখা গিয়েছে। সেখান থেকেই বিশ্বাস, চলতি বিশ্বকাপে ভারত জিতবে।
Captains posing on the left have won the previous 3 editions of the World Cup. pic.twitter.com/Fopu5RpmhB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us