BREAKING: পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, চীনা বিদেশমন্ত্রীর সাথে আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
BREAKING: পাঞ্জাবের এই অংশে বিদ্যুৎ বিভ্রাট! সতর্কতামূলক ব্যবস্থা বলল কর্তৃপক্ষ
BIG ALERT: রেড অ্যালার্ট জারি! সমস্ত আলো বন্ধ করে দিতে বলা হল
BREAKING: রাজ্যের এই অংশে ড্রোন, সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর হবে! জানিয়ে দিলেন মন্ত্রী
BREAKING: নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও গোলাবর্ষণ হয়নি, জানিয়ে দিল সেনা!
কুকুরের লেজ আর পাকিস্তানের মধ্যে পার্থক্য নেই- তুলোধোনা করলেন বিজেপি সাংসদ!
ফের উত্তপ্ত রাজৌরি! অকারণ গুলিতে উত্তেজনা জম্মু-কাশ্মীরে
BREAKING: এবার বৈষ্ণো দেবীর মন্দিরে পাক হামলার ভয়!
"অসীম মুনির, তোমার কবর খোঁড়া হবে"- সোজা হুমকি দিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা!

কাঠের সেতু তৈরিতে উদ্যোগী খোদ গ্রামবাসী

নদীর অপর প্রান্তে হাট বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-25 at 20.28.58

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাঠের সেতু দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে সংস্কারের কাজ করল। গ্রামবাসীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পঞ্চায়েত সমিতি।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের কাঠের সাঁকোটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। নদীর ওপর দিয়ে বিপজ্জনক ভাবে যাতায়াত করতে হত এলাকার ৮ থেকে ১০টি গ্রামের মানুষজনকে। গ্রামবাসীদের দাবি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন কাজ হয়নি তাই নিজেদের উদ্যোগে নিজেদের খরচে কাঠের সেতু সংস্কারের কাজে হাত লাগিয়েছে।

শিলাবতী নদীর অপর প্রান্তে হাট বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল। তাই সকাল হলেই নদীর অপর প্রান্তে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষজনদের পারাপার করতেই হয়। মুমূর্ষ রোগীকেও হাসপাতালে নিয়ে যেতে হত এই ভাঙা বেহাল সেতু দিয়ে। গ্রামবাসীদের উদ্যোগে সেতু মেরামত হওয়ায় আপাতত যাতায়াতে সুরাহা হবে ঘোষকিরা সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। 

গ্রামবাসীদের নিজ উদ্যোগে সেতু মেরামতে সাধুবাদ জানিয়ে চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, ওই এলাকায় দুটি কাঠের সেতু মেরামতের জন্য জেলায় পাঠানো রয়েছে। টাকা এলেই কাজ শুরু হবে। এর আগে একাধিক বার ওই সেতু গ্রাম পঞ্চায়েত থেকে মেরামত করা হয়েছিল। তবে তার মাঝে গ্রামবাসীদের উদ্যোগ প্রশংসনীয়”।