/anm-bengali/media/media_files/2025/05/10/R9QX6pXy1lhIlOodYyJA.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা, বীরভূম: যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও এই নির্দেশিকা দিয়েছেন, যদি কেউ বা কোনও সংবাদমাধ্যম ভুল খবর সম্প্রচার করে কিংবা মানুষকে ভুল তথ্য দিয়ে ভয় খাওয়ানোর চেষ্টা করে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। এবার তেমনই পোস্টের বিরুদ্ধে সোচ্চার হল সাধারণ মানুষ।
সমাজ মাধ্যমে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা নিয়ে বিতর্ক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে সিউড়ি থানায় দ্বারস্থ শহরের একদল যুবক।
/anm-bengali/media/media_files/2025/05/10/47ePkdA2IAIvw1FZ49zM.jpeg)
তাঁদের অভিযোগ, জ্যাকসন রুবেল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বীরভূমের পারুইয়ের এক যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ধরনের বিতর্কিত লেখা। তাতেই চরম ক্ষোভের সৃষ্টি হয়।
একদিকে ভারত পাকিস্তানের মধ্যে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷ সেই জায়গায় এই ধরনের পোস্ট দেশদ্রোহিতা বলে দাবি করছেন অভিযোগকারীরা। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিউড়ি থানার দ্বারস্থ হন একদল যুবক। পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us