New Update
/anm-bengali/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-23-pm-2025-07-07-14-35-16.png)
নিজস্ব সংবাদদাতা: এবার তরুণজ্যোতি তিওয়ারি উদয়ন গুহর বক্তব্যের ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/MkMRVnkZ5QEdPBnvMa8Q.jpeg)
তিনি বলেছেন, "বিজেপি সমর্থক যারা পোলিং এজেন্ট হতে চান, তাদের উদ্দেশে ,তিনোমুল নেতা উদয়ন গুহ বলেন: “এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে বিছানায় শুয়েও যেন তারা এজেন্ট হওয়ার স্বপ্ন না দেখে।” এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এই স্বৈরাচারী শাসক তাড়িয়ে পশ্চিমবঙ্গে আসল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ এদের জবাব দেবে"। আপনাদের জন্য রইল সেই ভিডিও-
বিজেপি সমর্থক যারা পোলিং এজেন্ট হতে চান, তাদের উদ্দেশে ,তিনোমুল নেতা উদয়ন গুহ বলেন:
— Tarunjyoti Tewari (@tjt4002) July 7, 2025
“এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে বিছানায় শুয়েও যেন তারা এজেন্ট হওয়ার স্বপ্ন না দেখে।”
এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এই স্বৈরাচারী শাসক তাড়িয়ে পশ্চিমবঙ্গে আসল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
মানুষ… pic.twitter.com/uI558j8XMc
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us