Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/NSyDZJuBPg4e0x9kwd7L.jpg)
দিগ্বিজয় মাহালী, ডেবরা : মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্তগর্ত ডেবরা টোল প্লাজায় অশোকা ডানকুনি টোল ওয়েস লিমিটেডের পক্ষ থেকে টোল প্লাজার কর্মীদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হল। জাতীয় পতাকা উত্তোলন করলেন ডেবরা থানার ওসি গৌতম মাইতি, সঙ্গে ছিলেন ডেবরা টোল ম্যানেজার কুন্দন সাহা, অ্যাসিস্ট্যান্ট টোল ম্যানেজার দীপক কুমার, ডেবরা থানার পি এস আই সৌমিতেন্দু বেরা সহ অন্যান্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us