New Update
/anm-bengali/media/media_files/2025/05/09/5cBXyTGw5z0Iq4NkIOP2.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বীরভূম থেকে দুজনকে গ্রেপ্তার করল এসটিএফ। আটকদের নাম শাহ ইমাম সেখ ও আজমল সেখ। শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে। তিনি পেশায় দর্জি। আজমল সেখের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চন্ডিপুর গ্রামে।
/anm-bengali/media/post_attachments/6e38f8f9-1d3.png)
আজ সকালে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাদের আটক করে। পরে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। তবে কি কারনে তাদের আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট করে কিছু বলতে চাননি এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা। তবে তারা দুজনেই জেএমবি জঙ্গি বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us