New Update
নিজস্ব সংবাদদাতা: শনিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। পেশায় আইনজীবী নাসিরুদ্দিন আহমেদ প্রথমবার ২০১১ সালে তৃণমূলের বিধায়ক হন। শনিবার রাতে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় মহল থেকে রাজনৈতিক মহলে তিনি লাল নামে পরিচিত ছিলেন।
এই প্রসঙ্গে নাকাশি পাড়ার বিধায়ক কল্লোল খাঁ বলেন, “বিকেলেই লালের সঙ্গে কথা হল ফোনে। তখনও তো ওঁর শরীর ভাল ছিল বলে জানতাম । কিন্তু এখন শুনলাম সব শেষ হয়ে গিয়েছে। বিশ্বাস করতে পারছি না যে লাল আর নেই। ওঁর কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজনৈতিক পথ চলা হবে না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us