এক রাতেই বদলে গেল চিত্র! প্রশাসনের নির্দেশে উধমপুরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
যখন তখন বিপদের আশঙ্কা! রাজস্থানে আচমকা রেড অ্যালার্ট জারি
মুজাফফরাবাদ এবং অন্যান্য অঞ্চলে ভারত আঘাত হানে
বিদ্যুৎ ফিরল শ্রীনগরে
পুঞ্চে সীমান্ত রেখা বরাবর ফের শোনা গেল বিস্ফোরণ, রইল ভিডিও
প্রতিটি পণ্যের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, পাকিস্তানেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৫- ভারত নয় বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তর থেকেই- কি বলা হচ্ছে জানুন
BREAKING: ড্রোন আতঙ্কে বন্ধ ২৪ বিমানবন্দর! যাত্রীদের জন্য জারি সতর্কবার্তা
BREAKING: ভারতের ভয়ে থরহরি কম্প! ব্ল্যাক আউটের অন্ধকারে লুকিয়ে কে পাকিস্তান থেকে পালাতে চাইছে?
ফের পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছক কষছে! আবার সম্পূর্ণ জম্মু জুড়ে ব্ল্যাকআউটের ঘোষণা

আজ লাকি কারা? ধনু থেকে মীন—৭ এপ্রিল ২০২৫-এর ভাগ্যফল বলছে অনেক কিছু!

আজকের রাশিফল বলছে—ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির কেউ পেতে পারেন চমক। আর কেউ থাকুন সাবধান! জেনে নিন রাশিচক্র কী বলছে ৭ এপ্রিল ২০২৫-এ।

author-image
Debapriya Sarkar
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের প্রথম দিনেই যদি ভাগ্য আপনার পক্ষে থাকে, তাহলে দিনটা একটু সহজ হয়ে ওঠে। ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন কাটবে আজকের দিন, তা জানাতে হাজির রইল আজকের রাশিফল। দেখে নিন, আপনার রাশি আজ কতটা লাকি!

জেনে নিন আজ কী আছে ধনু এবং মকর রাশির ভাগ্যে?

ধনু রাশি:

আজকের দিনটি আপনার জন্য সুখের বার্তা নিয়ে আসতে পারে। ক্যারিয়ারে যে সমস্যায় ভুগছিলেন, তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানকে নিয়ে নতুন কোনও শিক্ষামূলক পরিকল্পনা হতে পারে। সঙ্গীকে সারপ্রাইজ দিতে পারেন। তবে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে নিন। অপরিচিতের ওপর বেশি ভরসা না করাই ভালো। আয় বৃদ্ধি ও উন্নতির সম্ভাবনা প্রবল।

মকর রাশি: কেমন যাবে আজকের দিন?

মকর রাশি:

আজ একটু গা ছাড়া ভাব দেখা দিতে পারে। পরিবারের তরফে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, যেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া দরকার। অলসতা বাদ দিয়ে কাজে মন দিন। পুরনো কোনও বন্ধু হঠাৎ দেখা করতে এলে পুরনো রাগ বা অভিযোগ দূরে রাখুন। শরীরের পুরনো সমস্যার ফিরে আসার আশঙ্কা রয়েছে, তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

মহা শিবরাত্রির দিনে জানুন কুম্ভ রাশির রাশিফল

কুম্ভ রাশি:

আজ মন থাকবে ফুরফুরে। কর্মক্ষেত্রে আপনার চিন্তাধারা প্রশংসা পেতে পারে। তবে সহকর্মীদের মধ্যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে—সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। দিনের শেষটা আনন্দে কাটার ইঙ্গিত রয়েছে।

মীন রাশি: কেমন যাবে আজকের দিন?

মীন রাশি:

পরিবারের ছোট শিশুর স্বাস্থ্যের অবনতিতে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। বাবার সঙ্গে পারিবারিক ব্যবসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত কেউ আজ বড় সুযোগ পেতে পারেন, যদিও খুশি প্রকাশে সংযত থাকতে হতে পারে। শ্বশুরবাড়ির কারো সঙ্গে পুরনো মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।