New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা:বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জম্মুর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। জম্মুর রেল স্টেশন ও বিমানবন্দরকে লক্ষ্য করেও হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। এরপরেই জম্মুর একাধিক সেক্টরে ব্ল্যাক আউট জারি করা হয়। তবে মধ্য রাতের পর দু একটি অঞ্চল ছাড়া জম্মু থেকে ব্ল্যাক আউট ফিরিয়ে নেওয়া হয়। শুক্রবার ভোরের দিকে নতুন করে সম্পূর্ণ জম্মু জুড়ে ব্ল্যাক আউট জারি করা হয়।
/anm-bengali/media/media_files/2025/05/08/9mtc72hVLpTfnmONH1Ql.png)
#WATCH | Jammu and Kashmir: A complete blackout has been enforced in Jammu.
— ANI (@ANI) May 8, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/tGjlSunsl9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us