New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/XEoFlf8HPZT0ZENoYPr9.webp)
নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বর্তমানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে আজ (বৃহস্পতিবার) সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/05/09/9tnMsXuw91N4dtwHMaLC.jpg)
সকালেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং জেলার সমস্ত শিক্ষা দপ্তর ও প্রতিষ্ঠানে তা জানিয়ে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রের খবর, যখন তখন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, যার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে শান্তি ও সহযোগিতার আহ্বান জানিয়েছে।
#WATCH | Jammu and Kashmir: In view of the prevailing situation, schools, colleges & educational institutions in Udhampur have been closed today.
— ANI (@ANI) May 9, 2025
(Visuals from Udhampur) pic.twitter.com/XeHkLDV6Mk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us