সেবক আউটপোস্টের কাছে ধস, ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-কালিম্পং যাত্রীবাহী গাড়ি

যাত্রীদের কি অবস্থা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-07 at 11.16.15 AM

নিজস্ব প্রতিনিধি, সেবক: সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ সেবক আউটপোস্টের কাছাকাছি, বাঘপুলের কাছে একটি যাত্রীবাহী গাড়ি ধসের কবলে পড়ে। গাড়িটি শিলিগুড়ি থেকে কালিম্পং-এর দিকে যাচ্ছিল। ধসের পূর্বাভাস পেয়ে গাড়িতে থাকা নিত্যযাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসের কারণে গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে সেবক ফাঁড়ির পুলিশ পৌঁছে গেছে এবং ধস সরিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ধসের আশঙ্কা থাকায় যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Coronation Bridge explosion scene: Sevoke police OC removed, line prod -  Sikkimexpress