BREAKING : মাত্র চারদিন যুদ্ধ করার মতো গোলাবারুদ আছে পাকিস্তানের ! সীমান্ত উত্তেজনার মাঝেই ভয়ঙ্কর রিপোর্ট
বিএসএফ-এর হাতে আটক পাক রেঞ্জার্স- তবে কি এবার ফিরবেন বাংলার জওয়ান
BREAKING : ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান ! আগামীকাল পার্লামেন্টে জরুরি বৈঠক ডাকলো পাকিস্তান
পরীক্ষার আগের দিন ঝুলে পড়ল নাবালিকা
দিঘা জগন্নাথ ধাম: পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত বালি শিল্পী সুদর্শন পট্টনায়কও এবার বিরোধিতা করলেন
৩ গাড়ির মুখোমুখি সংঘর্ষ- ভয়াবহ পরিস্থিতি- মৃত্যু- ভয়াবহ ভিডিও
উত্তরপ্রদেশে বিজেপির ঘাঁটি আরও শক্ত করলেন যোগী আদিত্যনাথ! ভাইরাল হয়ে গেল ভিডিও
পাহেলগাঁও- সেনা জানে কবে ও কীভাবে জবাব দিতে হয়- এবার সোজা বলে দিলেন
তুলা ও কন্যা রাশির আজকে কেমন যাবে দিন?

বেআইনি নির্মাণ নিয়ে দলীয় অন্তর্দ্বন্ধ চলছে তৃণমূলের অন্দরে, লাভ খুঁজছে বিজেপি

এমনকি প্রাণ সংশয়ে রয়েছেন বলে দাবি করেন বিভাস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ঘাটালে ব্রিটিশ আমল থেকে নির্মীয়মান কুঠিবাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর! থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় শুরু শোরগোল। তবে এই ঘটনায় কিছুটা হলেও ভিন্ন সুর বর্তমান  চেয়ারম্যানের গলায়। 

এই নির্মাণ নিয়ে আন্দোলনে নামল বিজেপি। বিজেপি বিধায়কের নেতৃত্বে ঘাটাল শহরে পোস্টারিং করা হয়। অপরদিকে কুঠিবাজারে শতাধিক ব্যবসায়ী চাইছেন, নির্মাণ নিয়ে সমস্ত জট কাটিয়ে দ্রুত ছন্দে ফিরুক কুঠিবাজার, তা না হলে জীবন জীবিকায় পড়বে টান।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কুঠিবাজার একটি প্রাচীন বাজার। ব্রিটিশ আমল থেকেই কুঠিবাজার এলাকাটি রামুজি নরেঙ্গি সুরেখা ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত। বর্তমানে কুঠিবাজারের এক ব্যবসায়ী সমীর ঘোষ নিজেকে ওই ট্রাস্টের ম্যানেজার বলে দাবি করেন। আর তিনিই কুঠি বাজারের বৃহৎ একটা অংশ নিয়ে ব্যাবসায়ীদের সহযোগিতায় একটি নির্মাণ শুরু করেছে বলে জানা যায়। জানা যায় এই নির্মাণকে ঘিরে দেখা দিয়েছে জট। 

w23rtyyyu

ব্যবসায়ীদের দাবি, পৌরসভা প্রথমে অনুমতি দিলেও বেশ কয়েকজন কাউন্সিলরের আপত্তিতে থমকে গিয়েছে তাদের কাজ। কুঠিবাজারে প্রায় ৪০০ এর উপরে ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন ব্যবসার সাথে তারা যুক্ত। বর্তমানে যে এই জায়গাটিতে নির্মাণ কাজ শুরু হয়েছে সেই জায়গাতেই প্রায় শতাধিক ব্যবসায়ী ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করতো। আর এই নির্মাণটি বেআইনি বলেই পৌরসভা থেকে জানানো হয় নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য। 

আক্রান্ত ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষের অভিযোগ, তিনি ওই জায়গায় নির্মাণ কাজ চলছে কিনা দেখতে গিয়ে সমীর ঘোষ এর অনুগামীদের কাছে আক্রান্ত হন। আক্রান্ত হন তিনি ও আরেক কাউন্সিলর। এমনকি প্রাণ সংশয়ে রয়েছেন বলে দাবি করেন বিভাস। সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন বিভাস। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় থমকে গিয়েছে নির্মাণের কাজ।  

dryghkkki

ইতিমধ্যে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে তৃণমূল পরিচালিত পৌরসভাকে কটাক্ষ করে পোস্টারিং করা হয় ঘাটাল শহর জুড়ে। বর্তমানে ব্যবসা বন্ধ থাকা ব্যবসায়ীদের সাথেও দেখা করেন ঘাটালের বিজেপি বিধায়ক। পাশে থাকার আশ্বাস দেন তিনি। 

ঘটনায় ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যান তুহিন কান্তি বেরা এই নির্মাণ নিয়ে দিয়েছেন নানান অজুহাত আর এই মারধরের ঘটনা নিয়েও কিছুটা হলেও ভিন্ন সুর তার গলায়। এতেই তৃণমুল পরিচালিত ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যানের সাথে প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলরের দ্বন্ধ নিয়েও জল্পনা শুরু হয়েছে ঘাটালে।