New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন পাক সেনার হাতে আটক হয়েছেন বাংলার হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান, তখন এবার ভারতের বিএসএফ-এর হাতে আটক হলেন পাক রেঞ্জার্স। ফলে এবার আশা বাড়ছে ভারতীয় জওয়ানের ফিরে আসার। প্রসঙ্গত, মনে করা হচ্ছিল ভারতীয় সেনাকে আটকে রেখে ভারতের ওপর চাপ বাড়াতে চাইছিল পাকিস্তান। তবে এবার পাক রেঞ্জার ধরা পড়ায় ১১ দিন হয়ে যাওয়ার পরেও আশা বাড়ছে ভারতীয় জওয়ানের ফিরে আসার।
/anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us