যত্রতত্র আবর্জনা! থ্যালাসেমিয়া ওয়ার্ডে দমবন্ধ করা পরিবেশ

বুধবার হাসপাতালের সুপারের ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয় রোগীর পরীজনদের তরফ থেকে। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে সুপার তাদের কথা শুনতে আপত্তি জানান। এমনকি তাদেরকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।

author-image
Pallabi Sanyal
New Update
থ্যালাসেমিয়া ওয়ার্ড

থ্যালাসেমিয়া ওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : অনিয়মের দিক দিয়ে মেদিনীপুর হাসপাতালের নাম বারবার এসেছে শিরোনামে। কখনো হাসপাতালে স্ট্রেচারের অভাব, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ, কখনো আবার ওয়ার্ডে রোগীদের বেডে উঠে পড়ছে বিড়াল, রোগীদের খাবারে মুখও দিচ্ছে সেই বিড়াল। এবার আরোও এক নতুন অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। দেখা গেলো, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের থ্যালাসেমিয়া ওয়ার্ড জুড়ে আবর্জনার স্তূপ। যেখানে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বেড, সেই রুমে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। কোথাও পড়ে ইনজেকশনের সিরিঞ্জ, কোথাও পড়ে পরিত্যক্ত রক্তের পাউচ, ডাক্তারদের ব্যবহৃত হাতের গ্লাভস। এমনকি কোথাও কোথাও পড়ে রয়েছে রক্তের ফোঁটা। পুরো ওয়ার্ড জুড়ে এরকমই জঘন্যতম অবস্থা, আর তার মধ্যেই থাকতে হচ্ছে শিশুদের। যত্রতত্র আবর্জনা পড়ে থাকার ফলে বাড়ছিল বিভিন্ন রোগ সংক্রমণের আশঙ্কা। রুগীর পরিজনদের অভিযোগ, এর আগে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন তারা, কিন্তু শুধু আশ্বাস ছাড়া সুরাহা হয়নি কিছুই। এবার এই নিয়ে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনরা। বুধবার হাসপাতালের সুপারের ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয় রোগীর পরীজনদের তরফ থেকে। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে সুপার তাদের কথা শুনতে আপত্তি জানান। এমনকি তাদেরকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।  আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা। বিক্ষোভের মুখে পড়ে আলোচনায় বসতে আগ্রহ দেখান সুপার। বেশ কিছুক্ষণ আলোচনার পর ওয়ার্ড পরিষ্কার করার আশ্বাস দেওয়া হয় সুপারের তরফ থেকে। তড়িঘড়ি পরিষ্কার করার ব্যবস্থা করা হয় থ্যালাসেমিয়া ওয়ার্ড।