New Update
/anm-bengali/media/media_files/dkALZH688Z65YOynpXts.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর সদর মহকুমার মধ্যে যে সমস্ত ব্লক রয়েছে, সেই ব্লক গুলির জেলা পরিষদ আসনে বামফ্রন্টের ১৮ জন প্রার্থী সোমবার মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে গেল মিছিল সহকারে। ১ কিমি পরিধিতে ১৪৪ ধারা বলবৎ থাকায় জেলা পার্টি অফিস মীরবাজার থেকে গোলকুঁয়া পর্যন্ত মিছিল করে বামেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us