/anm-bengali/media/media_files/K64aPIf57p0NrBoR04mO.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারী এবার বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য ধন্যবাদ অভিন্দন জানালেন।
তিনি ট্যুইট করে লিখেছেন, "কিংবদন্তি অভিনেতাকে আন্তরিক অভিনন্দন; মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ার জন্য শ্রী মিঠুন চক্রবর্তী। এটি ভারতীয় সিনেমায় আপনার ৫ দশকের দীর্ঘ যাত্রার একটি উপযুক্ত স্বীকৃতি এবং বহুমুখী পারফরম্যান্সের চাঞ্চল্যকর পরিসর যা শুধুমাত্র ভারতীয় দর্শকদেরই নয়, সারা বিশ্বের মানুষকে বিস্মিত করেছে"। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী এই পুরস্কার পাওয়ায় খুশি আপামর বাঙালি।
Heartiest Congratulations to Legendary Actor; Shri Mithun Chakraborty for being conferred with the prestigious Dadasaheb Phalke Award.
— Suvendu Adhikari (@SuvenduWB) September 30, 2024
This is an appropriate recognition of your 5 decade long journey in Indian Cinema and sensational range of versatile performances which have not… https://t.co/BO7jzzmAo7