ভারত হঠাৎ ট্রাম্পের কথা কেন শুনছে? আসল প্রশ্নটা করেই দিলেন মোদীকে

কে করলেন এই কটাক্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা অশোক গেহলট মোদীর ভাষণ নিয়ে মুখ খুললেন। অশোক বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) তার ভাষণে দেশের ভবিষ্যৎ নীতি (সন্ত্রাসবাদের বিরুদ্ধে) সহ অনেক বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী যা বলেছেন তা সবই ভালো। কিন্তু কেউ বুঝতে পারছে না যে কীভাবে এই হঠাৎ যুদ্ধবিরতি কার্যকর হল। ভারত হঠাৎ ট্রাম্পের কথা কেন শুনছে? সরকারের নীরবতা কি ট্রাম্পকে উৎসাহিত করেছে?...এটা জানা বিপজ্জনক যে ট্রাম্প বলছেন যে তিনি কাশ্মীর নিয়ে সাহায্য করতে পারেন..প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার অভিযোগ হল যে তিনি এই বিষয়ে কিছুই বলেননি"।

d