/anm-bengali/media/media_files/Pi1pFt6X9RlIPXwW5QG1.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাওঁ হামলা নিয়ে গর্জে উঠলেন বিজেপির হেভিওয়েট নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ এই বিষয়ে তিনি বলেন, "আমাদের সরকার সন্ত্রাসের ক্ষেত্রে সবসময় জিরো টলারেন্স দেখায়। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এছাড়া পাকিস্তানের উপর নিষেধাজ্ঞাও চাপানো হয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীকে, বিশেষ করে তাদের আর্মি চিফ আসিম মুনিরকে একটা জবাব দিতেই হবে। ১৪০ কোটি ভারতবাসী এখন শুধু বদলা চায়।"
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
এরপর মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন,''এটা মমতা ব্যানার্জির রাজ্য সরকার নয়। আমি মমতাকে বলব মুর্শিদাবাদ ও কাশ্মীরি হিন্দুদের জন্য ইনসাফ যাত্রা করুন। রাহুল গান্ধীকেও ন্যায় যাত্রার আহ্বান জানাচ্ছি আমি।আসলে এরা সবাই পাকিস্তানপন্থী ও ভারত-বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে।"
#WATCH | #PahalgamTerroristAttack | Kolkata, West Bengal: BJP leader Agnimitra Paul says, "Our government, our PM and our Defence Minister have categorically said that we have zero tolerance on terrorism... We are there to give a befitting reply. Some diplomatic initiatives have… pic.twitter.com/kWtkSXn18m
— ANI (@ANI) April 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us