/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতির পর এবার NRI কোটায় মেডিক্যাল কলেজে ভর্তির নামে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। মঙ্গলবার সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দক্ষিণ কলকাতা এবং নিউটাউনের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। অভিযানে ইডি-র সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।
ইডি সূত্রে জানা গেছে, মোট পাঁচটি জায়গায় তল্লাশি চলছে। এর মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে তারক দত্ত রোডে অবস্থিত এক আইনজীবীর বাড়ি। সেখানেই থাকেন মুনমুন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নিউটাউনের সিই ২৮ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় একটি কোচিং সেন্টারে অভিযান চালানো হচ্ছে। সেখানে ‘এডুকেশন ওয়ার্ল্ড’ নামক কোচিং সেন্টার থেকে এনআরআই কোটার ভর্তি সংক্রান্ত কাজ হত বলে অভিযোগ।
/anm-bengali/media/post_attachments/a69edc58-2b0.png)
এই ঠিকানাতেই থাকেন সৌরভ সাহা, যিনি এই দুর্নীতিতে 'মিডলম্যান' হিসেবে অভিযুক্ত বলে জানিয়েছে ইডি। যা জানা যাচ্ছে, NRI কোটার আসনে মোটা টাকার বিনিময়ে ভর্তির ব্যবস্থা করা হচ্ছিল। এমনকি তৈরি করা হচ্ছিল ভুয়ো NRI সার্টিফিকেট। ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই মামলায় লক্ষণ শেঠের মেডিক্যাল কলেজ সহ বেশ কয়েকটি বেসরকারি কলেজেও ইডি তল্লাশি চালিয়েছে। আর আজ কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির অভিযান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us