এমন একজন মিথ্যাবাদীর জন্ম হয়, যখন দুই লক্ষ মিথ্যাবাদী আর তিন লক্ষ শকুন একসাথে মরে- মুখ্যমন্ত্রীকে চরমতম অপমান বাংলারই এই নেতার- জানুন একবার কে?

কে করলেন মুখ্যমন্ত্রীকে অপমান?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
mamata banerjee bala.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরমতম নিশানা করলেন বাংলারই নেতা তরুণজ্যোতি তিওয়ারির।

tarunjyoti

 তিনি মুর্শিদাবাদ ইস্যু নিয়ে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। ট্যুইট করে বলেছেন, "যায় যদি যাক প্রাণ, হীরকের রানী ভগবান!"

আজ সেটা কালীঘাটের 'রানী'-র জন্যই যেন প্রযোজ্য।
চন্দন দাস ও হরগোবিন্দ দাস যখন খুন হন, তখন পরিবার বারবার ফোন করেও পুলিশকে পায়নি।
কিন্তু এখন, সেই পরিবারকে জোর করে মুর্শিদাবাদে নিয়ে যেতে আসে পুলিশ—শুধু যেন তারা বলেন, “মুখ্যমন্ত্রী দয়াময়ী!”

মুখ্যমন্ত্রী বলছেন পরিবারকে বিজেপি কিডন্যাপ করেছে,
আর পরিবার বলছে—পুলিশই তাদের কিডন্যাপ করতে এসেছিল!

মিথ্যার এত নাটক আগে কোথাও দেখা যায়নি।
এমন একজন মিথ্যাবাদীর জন্ম হয়,
যখন দুই লক্ষ মিথ্যাবাদী আর তিন লক্ষ শকুন একসাথে মরে"।

তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু-মুসলিম ধর্ম নির্বিশেষে বাংলার সাধারণ মানুষের পাশে থেকে সর্বধর্ম সমন্নয়কে গুরুত্ব দেন। তবে বারংবার তাকে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারও মুর্শিদাবাদ ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছেন। এখন দেখার তিনি প্রত্যেকবারের মত এবারও কোন পথে জবাব দেন।