নিজস্ব সংবাদদাতা: রবিবার সকাল থেকেই ইজরায়েলের ওপর হামলা চালায় ইরান। প্রায় ২০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার পরেও ইরান চুপ করে বসে থাকতে নারাজ ইরানের প্রশাসন। ইরানের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গামেস্ক কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলের ওপর এই হামলা চালানো হয়েছে। ইরানের তরফে জানানো হয়, হামলার প্রতিশোধ নিতে তেহরান সফল হয়েছে।তবে ভবিষ্যতে ইজরায়েল হামলা চালালে তাদের আরও বড় হামলার মুখে পড়তে হবে।
/anm-bengali/media/media_files/i1hM3PMqdAKFQfeFIOHE.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)