আইপিএল আপাতত বন্ধ, জানালো বিসিসিআই

আর হচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

File Picture

নিজস্ব সংবাদদাতা: কার্যত ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। ক্রমাগত সীমান্তগুলিতে গুলিবর্ষণ, শেল ফাটানো চলছে। ভারতের স্থল, জল ও বায়ু তিন সামরিক শক্তিই প্রস্তুত পাকিস্তানকে প্রতিহত করতে। এমন সময় পরিস্থিতি জটিল দেখে বন্ধ করে দেওয়া হল আইপিএল। আপাতত, আর হচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

গতকাল ধর্মশালায় ম্যাচ চলাকালীনই হেভি অ্যাটাক শুরু হয় জম্মু, কাশ্মীর, জয়সলমীর, রাজস্থান সহ একাধিক জায়গায়। যার পাল্টা কড়া জবাব দেয় ভারতও। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তৃর্ণ এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়। তার মাঝে খেলা চালানো সম্ভব ছিল না। তাই মাঝপথেই খেলা থামিয়ে প্লেয়ারদের দ্রুত মাঠ ছাড়া করা হয়। তখনই মনে করা হচ্ছিল যে এবছর আইপিএল হইতো বন্ধ হতে চলেছে।

আজ এই সংক্রান্ত ছিল বিসিসিআই-এর বৈঠক। আর সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত, আইপিএল স্থগিত। তবে পুরোপুরি বন্ধ হয়ে গেল নাকি পরবর্তীতে আবার হবে, তা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। 

ipl