New Update
/anm-bengali/media/media_files/NGkJ6wBg6upXlB2aiJHZ.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: বিশ্বের নানা ক্ষেত্রে রমরমিয়ে চলছে এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর ব্যবসা। কিন্তু এই প্রযুক্তির ব্যবহার আপনাকে ফেলতে পারে সাংঘাতিক বিপদে। বিপন্ন হতে পারে বহু মহিলার জীবন। ডিপ ফেক পর্নোগ্রাফির মাধ্যমে নিজের অজান্তেই নীল ছবির (Porn) নায়িকা হয়ে যাচ্ছেন বহু মহিলা। ডিপ ফেক (Deep Fake) প্রযুক্তি ব্যবহার করলে এক ব্যক্তির মুখের অভিব্যক্তি অবিকল একইরকমভাবে অন্য কারোও মুখে বসিয়ে দিতে পারেন যে কেউ। এর জেরেই বাড়ছে সমস্যা।