নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৬ নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ভারতের সংবিধান হল পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান। ভারতের এই সংবিধান আমাদের ভারতবাসীদের জন্য এক গর্ব, এক ঐতিহ্য। এবার এই সংবিধানের এক নতুন সংস্করণ করা হল মণিপুর সরকারের পক্ষ থেকে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
সূত্র মারফত জানা গিয়েছে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ ইম্ফল শহরের এক অনুষ্ঠানে মণিপুরী ভাষায় অর্থাৎ 'মেইতি মায়েক স্ক্রিপ্ট' এ ভারতের সংবিধানের এক 'ডিগ্লট' সংস্করণ প্রকাশ করেছেন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)