জঙ্গি হামলায় নিহত সমীর গুহ-এর বাড়িতে NIA

সূত্রের খবর, বিতান ও মণীশরঞ্জনের বাড়িতেও যাবেন NIA-এর সদস্যরাও।

author-image
Jaita Chowdhury
New Update
ল;কঝগফদ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পহেলগামে জঙ্গি হামলায় নিহত বেহালার সখেরবাজারের বাসিন্দা। মৃত ব্যক্তির নাম সমীর গুহ।  বাড়িতে NIA-এর তদন্তকারীরা। কী ভাবে হামলা? জঙ্গিরা ঠিক কী বলেছিল? গুলি করার আগে জঙ্গিরা কোনও সংগঠনের নাম নিয়ে নিয়েছিল কি না, তারা কতজন ছিল ইত্যাদি জানতে এনআই-এর গোয়েন্দারা তাঁর বাড়িতে। 

Kashmir terrorists attacks

জানা গিয়েছে, স্ত্রী শবরী ও মেয়েকে নিয়ে পহেলগামে ঘুরতে গিয়েছিলেন সমীর। ২২ এপ্রিল সেখানে জঙ্গিদের গুলিতে নিহত হন ২৬ জন। সমীর গুহ ছাড়াও বৈষ্ণবঘাটার বিতান অধিকারী ও পুরুলিয়ার ঝালদার বাসিন্দা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী মণীশরঞ্জন মিশ্র জঙ্গিদের গুলিতে প্রাণ হারান।  NIA-এর তদন্তকারীরা তাদের বাড়িতেও যাবেন তদন্তকারীরা ।