/anm-bengali/media/media_files/2025/04/30/NMGINJFGxpqUR6Q360jM.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার অস্তিত্ব অস্বীকার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নোংরা কাজ করার বিষয়ে পাক মন্ত্রীর বক্তব্যের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, "পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা ওই অঞ্চলের ঘটনাবলীও পর্যবেক্ষণ করছি এবং আপনারা যেমন জানেন আমরা বিভিন্ন পর্যায়ে ভারত ও পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। শুধু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নয়, অবশ্যই বিভিন্ন পর্যায়ে। আমরা অবশ্যই একটি দায়িত্বশীল সমাধানের জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করছি। বিশ্ব এটা দেখছে, কিন্তু এ বিষয়ে আমার কাছে আর কোনো বিবরণ নেই।
#WATCH | On the United States being in touch with the leadership of both Pakistan and India, US State Department spokesperson Tammy Bruce says, "That is correct. The secretary also gave me a note about that as well. So we are reaching out regarding the Kashmir situation, India… pic.twitter.com/E1FxQ2WZak
— ANI (@ANI) April 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us