নিজস্ব সংবাদদাতা: এক টানা ছয় দিন। রাত বাড়তেই শুরু নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন একাধিক পর্যটক। তারপর থেকেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। চেনাব নদী পোস্টে গুলিবর্ষণ শুরু করেছে পাক সেনার। কড়া জবাব দিয়ে চলেছে ভারতও।
/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)