ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানিদের বিক্ষোভ! পাল্টা বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা
নিরাপত্তার গাফিলতি মেনে নিয়েছে সরকার! একী বলছেন কংগ্রেস নেতা
বিএসএফ নেতৃত্বে পরিবর্তন: দিল্লির দায়িত্বে রবি গান্ধী, পূর্বাঞ্চলে মহেশ আগরওয়াল
পাকিস্তানের সুরে কথা বলছেন কংগ্রেস নেতা-মন্ত্রীরা! উঠল বিস্ফোরক অভিযোগ
আমাদের জমিতে আমাদের দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করতে দেব না! এবার গর্জে উঠলেন আসাউদ্দিন ওয়াইসি
পহেলগাঁওয়ে ধর্ম দেখে খুন করেনি জঙ্গিরা! কংগ্রেসের মন্তব্যে নতুন করে বিতর্ক
বিস্ফোরণের সঙ্গে যুক্ত! দমদম থেকে অভিযুক্তকে গ্রেফতার করল NIA
পাঁচ দিন পরও অধরা জঙ্গিরা! আরব সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ 'ব্রহ্মাস্ত্র'-এর গর্জন
২৪ ঘণ্টার মধ্যে আবারও সাঁইথিয়ায় বিস্ফোরণ, ভেঙে পড়লো মাটির বাড়ির দেওয়াল

এই মাসের ‘মান কি বাত’-এর জন্য তরুণদের বিশেষ ইনপুট, আপ্লুত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, আমি এই মাসের ‘মান কি বাত’ অনুষ্ঠানের জন্য অসংখ্য ইনপুট পাচ্ছি।

author-image
Probha Rani Das
New Update
narendra mdoii pmm.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, “আমি এই মাসের মান কি বাত’ অনুষ্ঠানের জন্য অসংখ্য ইনপুট পাচ্ছি, যা রবিবার ২৮ তারিখে অনুষ্ঠিত হবে। 

pm modio1.jpg

বিশেষ করে কয়েকজন তরুণ আমাদের সমাজকে রূপান্তরিত করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরছেন দেখে খুশি হলাম। আপনি মাই গভ (MyGov), নমো অ্যাপে ইনপুট শেয়ার করতে পারেন অথবা ১৮০০-১১-৭৮০০ নম্বরে আপনার বার্তা রেকর্ড করতে পারেন। 

Adddd