New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/ZBdbEFreWt6B2IHB4lWQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান সীমান্তে পাঁচ দিন ধরে চলতে থাকা তল্লাশি এখনও ফলপ্রসূ হয়নি। তল্লাশি অভিযান জোর কদমে চললেও, জঙ্গিদের সন্ধান এখনও মেলেনি। সীমান্তের নিরাপত্তা জোরদার করা হলেও, ওই অঞ্চলে প্রবল উত্তেজনা বজায় রয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)
পাকিস্তানকে বার্তা দিতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে একের পর এক মিসাইল উৎক্ষেপণ করেছে। একই সময়ে আরব সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ ‘ব্রহ্মাস্ত্র’ এর গর্জন শোনা যায়, যা ভারতীয় নৌবাহিনীর শক্তি প্রদর্শন করছে।
/anm-bengali/media/media_files/2025/04/25/aSo1lg8gUoeelMGVHrVO.webp)
ভারতের তরফে সীমান্তের শক্তি প্রদর্শনের এই পদক্ষেপ পাকিস্তানকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে নেয়া হয়েছে, যাতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us